সারা বাংলা

দলের জন্য নিবেদিত থাকতে হবে : চুমকি

কালীগঞ্জ সংবাদদাতা : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতা-কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত থেকে দলের প্রতি নিবেদিত হয়ে কাজ করতে হবে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, জনসেবামূলক কাজ বেশি বেশি করতে হবে। সাধারণ মানুষ যাতে আওয়ামী লীগের প্রতি, দলের নেতা-কর্মীদের প্রতি আস্থা রাখতে পারেন সে ধরনের কাজ করতে হবে। এ সময় প্রতিমন্ত্রী দলের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের সাধারণ মানুষের প্রতি অন্যায়, অবিচার, জুলুম যেমন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরদাশত করেন না, তেমনি আমিও দেশের সাধারণ মানুষের প্রতি নেতা-কর্মীদের কোনো অন্যায় সহ্য করব না। কারণ আওয়ামী লীগই হচ্ছে দেশের সাধারণ মানুষের বন্ধু। কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আহামদুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কামাল উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, সদস্য মাজেদুল ইসলাম প্রমুখ। রাইজিংবিডি/কালীগঞ্জ/৬  এপ্রিল ২০১৭/রফিক সরকার/রিশিত