সারা বাংলা

কালীগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কালীগঞ্জ সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জে তিতাস গ্যাসের প্রায় দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার ৮টি পয়েন্টের এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সোমবার দিনব্যাপী অভিযান শেষে বিকেলে এ তথ্য জানান তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব। জানা গেছে, সপ্তম ধাপে সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৮টি পয়েন্টে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ওই পয়েন্টে দক্ষিণ ভাদার্ত্তী, উত্তরসোম ও টিউরি গ্রামের ৭ কিলোমিটার এলাকার প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় প্রায় ১২০টি রাইজার ও ২০০ ফুট পাইপ জব্দ করা হয়। প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান, মো. আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী রিদওয়ানুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মো. নুজরুল ইসলাম, শাহ মো. এমদাদ, উপ-সহকারী প্রকৌশলী বদরুজ্জামান বাদল, টেকনিশিয়ান মো. মমতাজ উদ্দিন প্রমুখ। রাইজিংবিডি/কালীগঞ্জ/১০ এপ্রিল ২০১৭/রফিক সরকার/রিশিত