সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুর দাবিতে মন্ত্রীর পথরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুর দাবিতে বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের গাড়ি বহর পথরোধ করেছে জেলার নাগরিক সমাজ। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সার্কিট হাউজ থেকে মন্ত্রীর গাড়ি বহরটি পীরগঞ্জ উপজেলার উদ্দেশে রওনা হলে শহরের চৌরাস্তায় পথরোধ করা হয়। এ সময় মন্ত্রী গাড়ি থেকে নেমে এসে বিমানবন্দর চালুর বিষয়ে আশস্ত করলে পথরোধ তুলে নেন নাগরিক সমাজ। পথরোধে একাত্মতা প্রকাশ করেন ঠাকুরগাঁওয়ের নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, লেখক, শিক্ষক ও সংবাদকর্মীরা। দুপুর ১২ টার দিকে সদর উপজেলায় পরিত্যক্ত শীবগঞ্জ বিমানবন্দর পরিদর্শনকালে সরকারের এককভাবে বিশাল অর্থের বিনিময়ে বিমান বন্দরটি পুনরায় চালু করা সম্ভব না বলে জানান মন্ত্রী। এরই প্রতিবাদে আন্দোলন ও পথরোধ করেন নাগরিক সমাজ। স্বাধীনতার পর ১৯৭৭ সাল পর্যন্ত রাজধানী ঢাকার সঙ্গে এই বিমানবন্দর দিয়ে বিমান যোগাযোগ চালু ছিল। সেই সময় ঢাকা-ঠাকুরগাঁও রুটে নিয়মিত বিমান চলত। ১৯৮০ সালে লোকসানের কারণে এ বিমান বন্দরটিকে বন্ধ করে দেওয়া হয়। রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১১ এপ্রিল ২০১৭/তানভীর হাসান তানু/বকুল