সারা বাংলা

মুসা হত্যায় আটক ১

ভোলা প্রতিনিধি : ভোলা শহরের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির হিসাব রক্ষক মো. মুসা হত্যার ১৬ দিন পর মো. মহসিন নামে একজনকে আটক করেছে ভোলা থানা পুলিশ। মহসিন ভোলা সদরের আলী নগর ইউনিয়নের মোস্তফা হালদারের ছেলে ও শহরের কাঁচা বাজারের একজন ব্যবসায়ী। মঙ্গলবার সকালে ভোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরের নেতৃত্বে একটি দল  নিজ বাড়ি থেকে মহসিনকে গ্রেপ্তার করে। দুপুরে পুলিশ সুপার মো. মোকতার হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। এ সময় তিনি বলেন, হত্যার পর থেকেই মহসিন পলাতক থাকায় পুলিশ মহসিনকে সন্দেহ করে।এর সূত্র ধরেই পুলিশ মহসিনের মোবাইল ট্র্যাকিং করে আজ সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মহসিন প্রাথমিক স্বীকারোক্তিতে জানায়, জুয়া খেলে ব্যবসায়িক সব টাকা-পয়সা নষ্ট করে ফেলে সে। জুয়ার টাকা যোগান দিতেই খুন করেছে সে। উল্লেখ্য, গত ২৬ মার্চ দিবাগত রাত সাড়ে ১১টার সময় ভোলা শহরের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির অফিসে সমিতির হিসাবরক্ষক মো. মুসাকে (৫৫) ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মহসিন ভোলা সদরের আলী নগর ইউনিয়নের মোস্তফা হালদারের ছেলে। রাইজিংবিডি/ভোলা/১১ এপ্রিল ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/রুহুল