সারা বাংলা

পানিতে ডুবে ও মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে পয়লা বৈশাখে আনন্দ করতে গিয়ে পানিতে ডুবে ও মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা নদীর ঘাট ও রংপুরের জাহাজ কোম্পানি মোড়ে পৃথক ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখ পালনের জন্য রংপুর নগরীর ব্রাইটর স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সেতু এলাকায় যায়। সেখানে শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে কয়েকজন শিক্ষার্থী নদীতে গোসল করতে নামে। এ সময় পানির গভীরে  দুই শিক্ষার্থী ডুবে যায়। অন্যান্য শিক্ষার্থীরা চিৎকার করলে লোকজন এসে অনেক চেষ্টার পরও তাদের উদ্ধার করতে পারেনি। এরপর কিছুদূরে অচেতন অবস্থায় তাদের দেখতে পেয়ে দ্রুত তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এরা হলো ব্রাইটর স্কুলের  ৮ম শ্রেণির শিক্ষার্থী  সৈয়দ আনোয়ারুল সাইফ ও সুমন আহমেদ। এদিকে দুপুরে রংপুর নগরীর জাহাজ কোম্পানি এলাকায় বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয় ৯ম শ্রেণির শিক্ষার্থী  নগরীর ধাপ এলাকার হারুন অর রশিদের ছেলে সাইফুল ইসলাম। দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আজিজুল ইসলাম পৃথক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। রাইজিংবিডি/রংপুর/১৪ এপ্রিল ২০১৭/নজরুল মৃধা/রিশিত