সারা বাংলা

হাতিয়ায় সংঘর্ষে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে নিখোঁজ বাহার সর্দার (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ মেঘনা থেকে  উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে তমরদ্দিঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। বাহার সর্দ্দার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের আলী আহমদের ছেলে। তিনি হাতিয়ার প্রাক্তন সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমর্থক বলে জানিয়েছে পুলিশ। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, ভোরে মনপুরা ও হাতিয়ার মাঝামাঝি একটি চর থেকে অর্ধগলিত অবস্থায় বাহারের লাশ উদ্ধার করে তার পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ তমরদ্দিঘাটের একটি ট্রলার থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের বিবদমান সহিংসতার জেরে গত ১৩ এপ্রিল দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়। ওই ঘটনার পর থেকে বাহার নিখোঁজ ছিল। রাইজিংবিডি/নোয়াখালী/১৬ এপ্রিল ২০১৭/মাওলা সুজন/রুহুল