সারা বাংলা

ফেসবুকের বন্ধুত্বে বাকপ্রতিবন্ধী দু’জনের প্রেম, অতপর...

হোসাইন আহমদ, মৌলভীবাজার : সাত সমুদ্র পাড়ি দিয়ে লন্ডন থেকে প্রেমের টানে বাক-প্রতিবন্ধী ফাবিহা খানম পান্নার হবিগঞ্জের বাড়িতে এসেছেন আরেক বাক-প্রতিবন্ধী সিরাজ আহমদ। তাদের মধ্যে দুই বছর ধরে প্রেম চলছে। সিরাজ জন্মসূত্রে লন্ডনের বাসিন্দা এবং জন্ম থেকে বাক-প্রতিবন্ধী। তিনি মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের মৃত হাজী মোখলেছুর রহমানের ছেলে। ফাবিহা খানম পান্না হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় পিরিজপুর গ্রামের মৃত মুহিব উদ্দিনের মেয়ে। পান্নাকে বিয়ে করতে ১২ এপ্রিল লন্ডন থেকে ছোট ভাই আতা ও মা মর্তুজা বিবিকে নিয়ে দেশে এসেছেন সিরাজ।  পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় সিরাজ এবং পান্নার। পরিচয় থেকে দুইজনের মধ্যে বন্ধুত্ব। এরপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সিরাজের চাচাত ভাই মৌলভীবাজার যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন (হালিম) বলেন, ‘‘সিরাজ ভাই দেশে আসার পরে আমরা আত্মীয়-স্বজন সবাই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে গিয়ে উভয়পক্ষের মতামতের ভিত্তিতে আগামী ২১ এপ্রিল বিবাহের দিন ধার্য করা হয়েছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।’ রাইজিংবিডি/মৌলভীবাজার/১৭ এপ্রিল ২০১৭/হোসাইন আহমদ/বকুল