সারা বাংলা

খাগড়াছড়িতে গণমনস্তাত্ত্বিক রোগে শতাধিক আক্রান্ত

খাগড়াছড়ি সংবাদদাতা : গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম তৈমথাং গ্রামের শতাধিক বাসিন্দা। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের মধ্যে ২২ জনকে খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আসা দয়া কুমার ত্রিপুরা নামে এক রোগীর এক আত্মীয় জানান, ওই গ্রামের লোকজন হঠাৎ কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে- সোমবার সকাল থেকে এমন রোগের কথা ছড়িয়ে পড়ে। এতে অনেকে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। খাগড়াছড়ি সদর হাসপাতালের তত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. নয়নময় ত্রিপুরা বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানে এটি গণমনস্তাত্ত্বিক রোগ। মানসিকভাবে এটি ছড়ায়। আক্রান্তদের মানসিকভাবে আস্বস্ত করা এ রোগের চিকিৎসা। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. আব্দুস সালাম ও আমি (নয়নময় ত্রিপুরা) মঙ্গলবার দুপুরে এলাকা পরিদর্শন করে গ্রামবাসীদের ভয় না পেতে পরামর্শ দেওয়া দিয়েছি।’ রাইজিংবিডি/খাগড়াছড়ি/১৮ এপ্রিল ২০১৭/নুরুচ্ছাফা মানিক/এসএন