সারা বাংলা

রাজশাহী নগরীতে মশা নিধন শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীতে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর তালাইমারী এলাকায় ফগার মেশিনের মাধ্যমে নর্দমায় স্প্রে করার মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় তিনি বলেন, ‘নির্বাচিত হওয়ার পর অনেক দিন নগরবাসীর সেবা করতে পারিনি। সুযোগ পেয়েছি, চেষ্টা করছি নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার। দীর্ঘ দিন ধরেই শহরের মানুষ মশার অত্যাচারে অতিষ্ঠ। তাই দায়িত্বে ফিরেই মশা নিধন কার্যক্রম জোরদার করি।’ নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, ‘আপনার বাসার ছাদে ফুলের টবে, পরিত্যক্ত টায়ার কিংবা যেকোনো খালিপাত্রে পানি জমতে দেবেন না। পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটে বেশি। তাই আসুন, সবাই মিলে এডিস মশা প্রতিরোধে সোচ্চার হই। আমি সবার সহযোগিতা চাই। সবাইকে নিয়েই কাজ করতে চাই।’ সিটি করপোরেশন জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া মশা নিধন কার্যক্রম আগামী ৯ মে পর্যন্ত চলবে। প্রতিদিন নগরীর ৫টি ওয়ার্ডে সকাল সোয়া ৬টা থেকে এবং বিকেল সাড়ে ৫টা থেকে দুই বেলা মশা নিধন অভিযান চলবে। মশা নিধনে নগরীর ৩০টি ওয়ার্ডে ১৮ দিন ও কেন্দ্রে ৩ দিনসহ মোট ২১ দিন চক্রাকারে ফগার স্প্রে করা হবে। সপ্তাহের প্রতি বুধবার নগরীর ৯, ১১, ১২, ১৩ ও ২২ নম্বর ওয়ার্ডে, প্রতি বৃহস্পতিবার ৬, ৭, ৮, ১০ ও ১৪ নম্বর ওয়ার্ডে, প্রতি শুক্রবার ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে, প্রতি শনিবার ২০, ২১, ২৩, ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডে, প্রতি রোববার ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে, প্রতি সোমবার ২৫, ২৬, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে এবং প্রতি মঙ্গলবার বিভিন্ন সরকারী, আধা-সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠানে ফগার স্প্রে করা হবে। এ ছাড়া নগরবাসীর অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। সিটি করপোরেশনের পরিকল্পনা অনুযায়ী নগরীর সব ওয়ার্ডের স্ল্যাব ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, হাউজ, সেফটি ট্যাংক ও জঙ্গলে এ কার্যক্রম পরিচালনা করা হবে। রাইজিংবিডি/রাজশাহী/১৮ এপ্রিল ২০১৭/তানজিমুল হক/বকুল