সারা বাংলা

সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সেপটিক ট্যাংকিতে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন শ্রমিক। বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী সামীবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সীমাবাড়ী ইউনিয়নের বেটখের গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সোলায়মান (৫৫) ও একই ইউনিয়নের ররোয়া গ্রামের মৃত আয়নালের ছেলে আনোয়ার হোসেন (৪০)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের বদিউজ্জামানের ছেলে সোহেল রানা (২৬)। সোহেল রানাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। শেরপুর থানা পুলিশ সূত্র জানায়, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রিপনের বাসায় সেপটিক ট্যাংকিতে কাজ করতে নামলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।এর মধ্যে চান্দাইকোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলায়মান আলী মারা যান। চিকিৎসাধীন সোহেল রানার অবস্থাও গুরুতর। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ রাইজিংবিডিকে দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। রাইজিংবিডি/বগুড়া/১৯ এপ্রিল ২০১৭/একে আজাদ/রুহুল