সারা বাংলা

মাগুরায় কণ্ঠবীথির হাজারতম আবৃত্তি বৈঠক

মাগুরা প্রতিনিধি : ‘অরুণ যাত্রায় আমরা ক্লান্তিহীন’ এই স্লোগান নিয়ে শুক্রবার মাগুরায় সহস্রতম আবৃত্তি বৈঠক উদযাপন করেছে মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি। এ উপলক্ষে বিকেলে আসাদুজ্জামান মিলনায়তন থেকে শহরে বর্ণাঢ্য  র‌্যালি বের করা হয়। এর আগে  প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু। সংগঠনের আহ্বায়ক মাজহারুল হক লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মিহির লাল কুরি, সাংবাদিক হোসেন সিরাজ, অলক বোস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব মোখলেসুর রহমান। প্রসঙ্গত, গত ১৯ বছর ধরে প্রতি শুক্রবার কণ্ঠবীথি নিয়মিত সাপ্তাহিক আবৃত্তি বৈঠকের আয়োজন করে আসছে। দীর্ঘদিন নিয়মিত আবৃত্তিচর্চার মধ্য দিয়ে সংগঠনটি দেশ বরেণ্য অনেক আবৃত্তি শিল্পী উপহার দিয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় আবৃত্তি উৎসবসহ বিদেশেও বেশ কয়েকটি উৎসবে অংশগ্রহণ করেছে সংগঠনটির শিল্পীরা।

 

 

রাইজিংবিডি/মাগুরা/২১ এপ্রিল ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/রিশিত