সারা বাংলা

দমকা হাওয়ায় বোরো ধানের ক্ষতির আশঙ্কা

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা জেলায় বৈশাখ মাসের শুরু থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় জেলার ১ লাখ ৬০ হাজার ৩১ হেক্টর জমির বোরো ধান হুমকির মুখে পড়েছে। দুশ্চিন্তায় দিন কাটছে ৫০ হাজার কৃষকের। বেশ কিছু দিন ধরেই দু-একদিন পর পর মাঝারি বৃষ্টি আর দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। দমকা বাতাসের ফলে মাঠে নুয়ে পড়ছে ধান গাছগুলো। ক্ষেতে জমে থাকা পানিতে তা মিশে যাচ্ছে। সবচেয়ে হুমকির সম্মুখীন জেলার নিন্মাঞ্চলের জমি। জেলার নিন্মাঞ্চলের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দাউদকান্দি, মেঘনা তিতাস, সদর দক্ষিণ, সদর ও বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলায় গত কয়েক দিনের বৃষ্টি আর দমকা বাতাসে ধানের শীষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে জমির সব ধান পরিপক্ক নাও হতে পারে। যেগুলো কিছুটা পরিপক্ক হয়েছে, সেগুলোও বাতাসে নুয়ে পড়ে পানির সঙ্গে মিশে যাচ্ছে। কুমিল্লা আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুল্লাহ বলেন, বোরো ধানের মাঠে তেমন ক্ষয়ক্ষতির খবর এখনো শোনা যায়নি। তবে ঝড়-বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে ক্ষতি আশঙ্কা রয়েছে। রাইজিংবিডি/কুমিল্লা/২৩ এপ্রিল ২০১৭/বেলাল/বকুল