সারা বাংলা

আহমদ শফীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার সকালে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে বিষয়টি জানাজানি হয় আজ সোমবার। ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রায় দেড়ঘণ্টাব্যাপী হেফাজত কার্যালয় মাদ্রাসা ভবনে অবস্থান করেন এবং আহমদ শফীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে হেফাজতে ইসলামের আমিরের মুখপাত্র মাওলানা মুনির আহমদ জানান, ফিলিস্তিনের প্রধান বিচারপতি মাহমুদ সিদ্দিকীর একটি চিঠি নিয়ে রোববার বেলা ১১টায় হাটহাজারী মাদ্রাসায় আসেন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। এ সময় দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আনাস মাদানী, হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ এবং হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদি রামাদানকে আন্তরিক অভ্যর্থনা জানান। হেফাজত আমির ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে কুশল বিনিময় শেষে তাকে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় আগমনের জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত হেফাজত আমিরের হাতে ফিলিস্তিনি প্রধান বিচারপতির চিঠি ও উপহার সামগ্রী হস্তান্তর করেন। এ সময় হেফাজত আমির রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফিলিস্তিনি রাষ্ট্রদূত রামাদান হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে বলেন, হেফাজত আমির মুসলমানদের প্রথম ক্বিবলা পবিত্র মসজিদুল আকসা পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করে সফরে সম্মতি দিলে ফিলিস্তিনি দূতাবাস যত্নের সঙ্গে সব আয়োজন সম্পন্ন করবে। তিনি জর্দান হয়ে ফিলিস্তিন সফর আয়োজনের কথা জানান। এরপর হেফাজত আমির ও ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইসলাম ও মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার ন্যায় সংগ্রামে হেফাজত আমিরের সার্বিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রদূত হেফাজত আমিরকে ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। পরে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার আরবি সাহিত্য বিভাগে ছাত্রদের উদ্দেশে ১৫ মিনিট বক্তব্য রাখেন তিনি ।

   

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ এপ্রিল ২০১৭/রেজাউল/রুহুল