সারা বাংলা

গৃহবধূকে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামে রুমা বেগম নামের এক গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ করেছেন তার স্বজনরা। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। বড়াইগ্রাম থানার কর্তব্যরত অফিসার উপ-পরিদর্শক লিটন আহম্মেদ জানান, গত ২২ এপ্রিল রাতে পারকোল গ্রামের মিজানুর রহমানের স্ত্রী রুমা বিষ পান করেন। পরে তাকে ওই রাতেই বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠলে তাকে পরের দিন সকালে বাড়িতে পাঠানো হয়।  হঠাৎ করে রাতে আবার রুমা অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রুমা মারা যায়। রুমার পরিবারের দাবি, তাকে মুখে বিষ ঢেলে দিয়ে জোরপূর্বক নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রুমার চাচা উপজেলার কুমরুল গ্রামের আবুল কালাম বাদী হয়ে সোমবার দুপুরে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাইজিংবিডি/নাটোর/২৪ এপ্রিল ২০১৭/এমএম আরিফুল ইসলাম/বকুল