সারা বাংলা

অপহৃত শিশু নাফি উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ঝালকাঠি থেকে অপহরণের ৪৩ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু আব্দুল্লাহ আল নাফিকে বরগুনা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৮। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাবের উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, গত ২৩ এপ্রিল সকাল ১০টার দিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের পূর্বপাড়ার নিজ বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করা হয় সাড়ে তিন বছরের শিশু নাফিকে। এরপর ওই দিনই রাত ১১টার দিকে নাফির বাবার মোবাইলে পাঁচ লাখ মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় নাফির মা এ্যানি বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় অপহরণ মামলা করেন। র‌্যাব এই অভিযোগ হাতে পেয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে অপহৃত শিশু নাফিকে উদ্ধার এবং অপহরণকারী জুয়েল হাওলাদার ও সুজন হাওলাদারকে গ্রেপ্তার করে। উভয়ের বাড়ি বরগুনার বামনা উপজেলায়।  নাফির বাবা কামাল হোসেন জানান, অপহরণকারীদের সঙ্গে তার পরিচয় ছিল না। শুধু মুক্তিপণের জন্যই তার ছেলেকে অপহরণ করা হয়। রাইজিংবিডি/বরিশাল/২৫ এপ্রিল ২০১৭/জে. খান স্বপন/বকুল