সারা বাংলা

টোল আদায় বন্ধ : দুই পাড়ে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : দেশের বৃহত্তম বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ের টোল প্লাজায় সফটওয়্যার অচল হয়ে পড়ায় চলাচলরত যানবাহনের টোল আদায় এক ঘণ্টা বন্ধ ছিল। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় সেতুর দুপাড়ে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, দুপুর ১টা ৪০ মিনিটে হঠাৎ করেই সেতুর টোল আদায়ের সফটওয়্যারটি অচল হয়ে পড়ে। পরে ২টা ৪০ মিনিটে সফটওয়্যারটি সচল করা হয়। এই এক ঘণ্টায় সেতুর দুই পাড়ে চলাচলরত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ বিষয়ে টোল আদায়ের দায়িত্বে থাকা কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হয়নি। সেতুতে চলাচলরত যানবাহনের চালকরা জানান, নতুন সফটওয়্যারটি দিয়ে কাজ শুরুর পর থেকে হর হামেশাই এ ধরনের ঘটনা ঘটছে। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সবাইকে। রাইজিংবিডি/টাঙ্গাইল/২৫ এপ্রিল ২০১৭/শাহরিয়ার সিফাত/রুহুল