সারা বাংলা

জব্বারের বলী খেলায় দিদার বলী চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় এবারও চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের দিদার বলী। আজ মঙ্গলবার চট্টগ্রামের লালদীঘির মাঠে ১০৯তম আসরে দিদার বলী বিজয়ের ধারা অক্ষুন্ন রাখতে সক্ষম হন। গত বছর শামছু বলী ও দিদার বলী কেউ কাউকে হারাতে না পারার পর দিদার বলীর কয়েকটি ভুল আচরণে খেলা পরিচালনা কর্তৃপক্ষ শামছু বলীকে বিজয়ী ঘোষণা করেন। আজকের খেলায় দিদার বলী কোনো ভুল না করে গত বছরের বিজয়ী শামছু বলীকে পরাজিত করে ১৩তম চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন। শামছু বলীকে হারাতে দিদার বলী সময় নিয়েছেন ১৬ মিনিট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিদার বলীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এবারের বিজয়ের পর দিদার বলী অবসর নেওয়ার ঘোষণা দেন। বাংলাদেশে বলী খেলার প্রচলন চট্টগ্রাম থেকে। সেই ১৯০৯ সাল থেকে আবদুল জব্বারের বলীখেলার সূচনা। চট্টগ্রামে এই খেলা ও বৈশাখী মেলা সেখানকার ঐতিহ্যের অংশ। বর্তমানে দেশের সবচেয়ে বড় লোকজ উৎসব হিসেবে পরিণত হয়েছে জব্বারের বলীখেলা। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘীর মাঠে বসে বলীখেলার ১০৯তম আসর। খেলায় একের পর এক প্রতিদ্বন্দ্বীদের কুপোকাত করে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দিদার বলী। দিদার বলী ২০১৬ সাল বাদে টানা ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছেন। সারা দেশ থেকে শক্তিমান কুস্তিগিররাই লালদিঘীর মাঠে বলী খেলায় অংশ নিতে আসেন। গত ১২ বছর ধরে এমন কোনো বলী বা পালোয়ানকে পাওয়া যায়নি, যিনি দিদারকে হারাতে পারেন। দিদার বলী বলেন, ‘আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লালদিঘীর মাঠে আসি। পুরো বছর ধরে প্রতিদিন নিজেকে প্রস্তুত করি। বলী খেলার জন্য আমি সাধনা করি। গতবছর আমার সঙ্গে লড়াই করে আমাকে কেউ হারাতে পারেনি। গত বছরের বিজয়ীকে হারিয়ে এ বছর চ্যাম্পিয়ন হয়েছি।’  আর বলী খেলবেন না বলে জানান দিদার বলী। বিয়ে করে সংসারী হবেন তিনি। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৫ এপ্রিল ২০১৭/রেজাউল/বকুল