সারা বাংলা

রাজশাহীতে শিবিরকর্মীসহ গ্রেপ্তার ৪৪

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে এক শিবিরকর্মীসহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট। বুধবার দুপুরের পর আদালতের মাধ্যমে এদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছেন। এতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত শিবির কর্মীর নাম কামরুল হাসান (৩০)। নগরীর মতিহার থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ছাড়া বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৮ জনই পরোয়ানাভুক্ত আসামি। অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়েছেন আরো ১৪ জন। সাত বোতল ফেনসিডিল, ১২ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইফতেখায়ের আলম জানান, বিশেষ ওই অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা থেকে ১৮ জন, রাজপাড়া থানা থেকে ১০ জন, মতিহার থানায় ৬ জন, শাহমখদুম থানায় ৫ জন এবং নগর গোয়েন্দা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। রাইজিংবিডি/রাজশাহী/২৬ এপ্রিল ২০১৭/তানজিমুল হক/বকুল