সারা বাংলা

গাইবান্ধায় ৩ জেএমবি সদস্য রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।   আজ বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন। এর আগে ভোরে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। এরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার তুলসিপাড়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে আতিকুর রহমান (২৭), কামারপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩০) ও কক্সবাজার সদর উপজেলার টাওয়ার এলাকার আব্দুর রহিমের ছেলে নূর মোহাম্মদ (২৮)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান জানান, গ্রেপ্তারকৃতরা জেএমবির সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।   তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাইজিংবিডি/গাইবান্ধা/২৭ এপ্রিল ২০১৭/মোমেনুর রশিদ সাগর/বকুল