সারা বাংলা

গাইবান্ধায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সদর উপজেলায় পুকুরে ডুবে সাদিয়া সুলতানা (৬) ও রাহেন মিয়া (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে যুগীরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সাদিয়া সুলতানা দাড়িয়াপুর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে এবং রাহেন মিয়া একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, অন্য শিশুদের সঙ্গে সাদিয়া ও রাহেন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে সাদিয়া ও রাহেন ওই পুকুরে নামে এবং ডুবে যায়। অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে শিশু দুটিকে পুকুর থেকে উদ্ধার করে। তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাইজিংবিডি/গাইবান্ধা/২৮ এপ্রিল ২০১৭/মোমেনুর রশিদ সাগর/বকুল