সারা বাংলা

রংপুরে ৩ মাদক চোরাকারবারির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে তিন মাদক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৪ জুন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে নির্মাণাধীন তিস্তা সড়ক সেতুর কাছে রংপুর গোয়েন্দা পুলিশ চার বস্তায় ৭৪৪ বোতল ফেনসিডিলসহ আবুল খায়েরকে গ্রেপ্তার করে। এ সময় সাজু মিয়া ও মোহাম্মদ আলী পালিয়ে যায়। এ ঘটনায় ডিবি’র এসআই রশিদুল ইসলাম তিনজনকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে সাজু মিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদাযে তাদের আরো তিন বছর করে সাজা ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আবুল খায়ের ও সাজু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি মোহাম্মদ আলী পলাতক রয়েছেন। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন ফারুখ মোহাম্মদ রেয়াজুল করিম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস ছাত্তার। রাইজিংবিডি/রংপুর/৩০ এপ্রিল ২০১৭/নজরুল মৃধা/বকুল