সারা বাংলা

কিশোরগঞ্জে শিশু টুটুল হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলার পাকুন্দিয়া চরকাউনা এলাকার শিশু শফিকুল হাসান টুটুল (১২) হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভূইয়া এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মো. সোহাগ মিয়া (৪০), মৃত আ. করিমের ছেলে দুলাল মিয়া (৪০), বোরহান উদ্দিনের ছেলে ডালিম মিয়া (৩০) ও ইস্রাফিলের ছেলে আমিনুল হক (২৭) । মামলা সূত্রে জানা যায়, টুটুল স্থানীয় মেমোরিয়াল কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।২০১৪ সালের ৮ আগস্ট স্কুলে যাওয়ার পথে শিশু টুটুল অপহৃত হয়। পরে তার মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়। পরদিন টুটুলের বাবা কামাল উদ্দিন কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে চরকাউনা বাজারের পাশে একটি ঝোপ থেকে টুটুলের লাশ উদ্ধার হয়। তারপর অপহরণের মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। ওই বছরের ১১ ডিসেম্বর টুটুলদের পরিবারের ঘনিষ্ঠ প্রতিবেশী দুলাল মিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এই রায় ঘোষণা করেন বিচারক।

   

রাইজিংবিডি/কিশোরগঞ্জ/৩ মে ২০১৭/রুমন চক্রবর্তী/রুহুল