সারা বাংলা

ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ধান ব্যবসায়ীকে মারপিট করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা মনির শেখকে মারপিট করে। এ সময় টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন। এ ঘটনায় কচুয়া থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আহত মনির শেখ কচুয়া উপজেলার প্রতাপপুর গ্রামের হেমায়েত শেখের ছেলে। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মনির শেখ বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে বড় ভাই আবুল বাসারের সঙ্গে প্রতিপক্ষ মাসুম ফকিরের বিরোধ চলে আসছে। সাপ্তাহিক হাটের দিন বাধাল বাজারে ধান কিনতে গেলে তাকে রাতে একা পেয়ে মাসুম ফকির লোকজন নিয়ে এলোপাথাড়ি মারপিট করে এবং লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।  কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

   

রাইজিংবিডি/বাগেরহাট/৫ মে ২০১৭/আলী আকবর টুটুল/বকুল