সারা বাংলা

স্বামীর গলাকাটা লাশ উদ্ধার, স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্বামী শহীদ উল্যাকে  (৩৫) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বিবি শরিফা খাতুন ও তার ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনার পর শরিফা খাতুন আত্মহত্যার চেষ্টা করেছে। সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে শনিবার রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।  নিহত শহীদ উল্যা চরজুবলি ইউনিয়নের দক্ষিণ চরবাঙা গ্রামের শাহ আলমের ছেলে। এ ঘটনায় নিহতের শ্যালক নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী শরিফা খাতুনের সঙ্গে তার শহীদ উল্যার দীর্ঘ দিন পারিবারিক কলহ চলে আসছিল। এটি মীমাংশার জন্য শনিবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসে। সালিশে শরিফা খাতুনকে বকাঝকা করে স্বামী শহীদ উল্যার সঙ্গে সমঝোতা করে দেওয়া হয়। শরিফা খাতুন ও তার ভাই নুরুল ইসলাম শহীদের বাড়িতে রাত্রি যাপন করেন। রোববার ভোরে শরিফা খাতুন ও নুরুল ইসলাম পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশিরা টের পেয়ে তাদের আটক করে ঘরে আটকে রাখে। নিজ ঘরে শহীদ উল্যার গলাকাটা লাশ পাওয়া যায়।  আটক থাকা অবস্থায় শরিফা খাতুন ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন বলেছেন, হত্যা মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাইজিংবিডি/নোয়াখালী/৭ মে ২০১৭/মাওলা সুজন/বকুল