সারা বাংলা

সিরাজগঞ্জে প্রতিপক্ষের শাবলের আঘাতে কৃষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিপক্ষের শাবলের আঘাতে আব্দুস সালাম (৬৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী মুক্তা বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সেন ভাঙ্গাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম একই গ্রামের মৃত হবিবর রহমান তালুকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, আব্দুস সালামের প্রতিবেশী আইয়ুব নবী তার বাড়ির আঙ্গিনার সামনে লাউ গাছের মাচা তৈরি করছিলেন। এ নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে আইয়ুব নবী তার হাতে থাকা শাবল দিয়ে আব্দুস সালামের বুকে আঘাত করেন। এ সময় সালামের স্ত্রী মুক্তা খাতুনকেও শাবল দিয়ে আঘাত করে তিনি পালিয়ে যান। গুরুতর আহতবস্থায় কৃষক দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সালাম মারা যান। সকাল ১০টায় পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিপক্ষের লোহার শাবলের আঘাতে আব্দুস সালামের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাইজিংবিডি/সিরাজগঞ্জ/৯ মে ২০১৭/অদিত্য রাসেল/এসএন