সারা বাংলা

জিপিএ- ৫ পেয়েও হাসি নেই সুমাইয়ার

বেলাল রিজভী, মাদারীপুর : এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সবাই আনন্দ-উৎসবে মেতে উঠেছে কিন্তু মেতে উঠতে পারেনি সুমাইয়া। মাদারীপুরের রাজৈরের টেকেরহাটের শহীদ সরদার শাজাহান বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অদম্য মেধাবী সুমাইয়া মীম জিপিএ-৫ পেয়েও জীবনযুদ্ধে ব্যস্ত। হাসি নেই তার মুখে। সুমাইয়ার মা আমেনা খানম ব্যস্ত ঘরের কাজে আর বাবা ইসমাইল শেখ ব্যস্ত আছেন রোজগার নিয়ে। অভাবে জর্জরিত পরিবারে এই মেয়েটির জিপিএ ৫ পাওয়া নিয়ে আনন্দ নেই। তার লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে চিন্তিত সবাই।  টেকেরহাট বন্দর সংলগ্ন একচালা জরাজীর্ন ঘরে বাস করে সুমাইয়াদের পরিবার। সুমাইয়ার বাবা ইসমাইল শেখ একসময় পত্রিকার হকার ছিলেন। বর্তমানে একটি পেট্রোল পাম্পে শ্রমিক হিসেবে কাজ করেন। ইসমাইল শেখ ও আমেনা খানমের ৪ ছেলে মেয়ের একজন সুমাইয়া। জন্মের পর থেকে অভাব অনটনেই বেড়ে উঠেছে সুমাইয়া। অষ্টম শ্রেণি সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পায় সুমাইয়া। এই মেধাবী মেয়েটি নিজের লেখাপড়ার খরচ জোগাতে ৯ম শ্রেণি থেকেই সকাল বিকেল প্রাইভেট পড়িয়েছে। এখন কলেজে ভর্তি ও লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে চিন্তিত সে। সহযোগিতা পেলে সুমাইয়া ইংরেজির বিষয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে। এই স্বপ্ন পুরণে সকলের সহযোগিতা চেয়েছে সে। শহীদ সরদার শাজাহান বালিকা বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক হারাধন বালা  বলেছেন, ‘ও খুব মেধাবী। তবে ওরা খুব গরীব। বিত্তবানরা সহযোগিতা করলে মেয়েটির জন্য লেখাপড়া চালিয়ে যাওয়া সহজ হতো।’ রাইজিংবিডি/মাদারীপুর/৯ মে ২০১৭/বেলাল রিজভী/শাহনেওয়াজ