সারা বাংলা

৭৮ পেয়ে ফেল, ১৭ নম্বরের উত্তর করে ৩৫!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সদ্য প্রকাশিত এসএসসির ফলাফল নিয়ে অসন্তোষ থেকে সংবাদ সম্মেলন করেছে বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক। বুধবার দুপুরে পৌর শহরের সড়ক বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আখাউড়া দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মলনে সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার বাবা পত্রিকা বিক্রি করে আমাকে পড়িয়েছে। ফলাফলে আমাকে ইতিহাসে ১ নম্বরের জন্য ফেল দেখিয়েছে। এটা নিশ্চিত পরীক্ষকের ভুল। আমি ফেল করতে পারি না। বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জয় দেব তার মার্কশিট দেখিয়ে বলেন, কৃষিতে ৭৮ নম্বর পেলেও আমার ফলাফল ‘এফ’ এসেছে! এটা কিভাবে সম্ভব। সাইদুল হক টিপু নামে আরেক শিক্ষার্থী জানান, তাকে বাংলায় ১ এবং ইসলাম শিক্ষায় ২ নম্বরের জন্য ফেল দেখানো হয়েছে। কিন্তু পরীক্ষায় সে অনেক ভালো করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী সাংবাদিকদের জানান, গণিতে তিনি উত্তরই করেছেন মাত্র ১৭ নম্বরের। পরীক্ষায় নিশ্চিত ফেল জানলেও ফলাফল দেখে তিনি আশ্চর্য হন। কারণ তিনি পেয়েছেন ৩৫ নম্বর! একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী দাবি করেন, ৩০ নম্বরের উত্তর করলেও ফলাফলে দেখেন তিনি ৫১ পেয়েছেন। এ সময় শিক্ষার্থীরা এমন আরো নানা অসঙ্গতি তুলে ধরে সাংবাদিকদের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে এর প্রতিকার চান। আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আকবর খান রাইজিংবিডিকে জানান, ফলাফলের এমন অবস্থার কারণ এবং প্রতিকার নিয়ে আগামী ১৭ মে একটি সভা আহ্বান করা হবে। সেখানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানরা উপস্থিত থাকবেন। তাছাড়া প্রতি শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে রিভিও আবেদন করতে হবে। পরে বোর্ড এগুলো যাচাই করবে। রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/১০ মে ২০১৭/সমীর চক্রবর্তী/রুহুল