সারা বাংলা

ভারত থেকে দেশে ফেরার সময় আটক ৮

সাতক্ষীরা প্রতিনিধি : ভারত থেকে অবৈধভাবে নদী পথে দেশে প্রবেশকালে সাতক্ষীরার শ্যামনগরের কালিঞ্চি নদী থেকে ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি ভারতীয় গরু, চারটি সিম ও ৪০ রুপি উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব কৈখালী কালিঞ্চি নদীর পাড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভামিয়া গ্রামের রঞ্জন আউলিয়ার ছেলে সাগর আউলিয়া, ধুমঘাট গ্রামের প্রণব জোয়ার্দারের ছেলে জয়ন্ত জোয়ার্দার, রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের গোলাব্দী শেখের ছেলে আফছার শেখ, আবু বাক্কার সিদ্দিক গাজীর ছেলে কাশেম গাজী, কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের ছলেমান গাজীর ছেলে রহিম গাজী, পশ্চিম কৈখালী গ্রামের মান্দার সানার ছেলে আজিবার সানা, কছিমুদ্দীন গাজীর ছেলে আতিয়ার গাজী ও শামসুল শেখের ছেলে ফিরোজ শেখ। বিজিবির কৈখালী বিওপির কমান্ডার সুবেদার আদিল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। রাইজিংবিডি/সাতক্ষীরা/ ১২ মে ২০১৭/এম.শাহীন গোলদার/রুহুল