সারা বাংলা

পুকুর থেকে বিনামূল্যের ওষুধ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের ৩নম্বর পুকুর থেকে রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওষুধগুলো উদ্ধার এবং সন্দেহভাজন হাসপাতালের আয়া শেফালী বেগম এবং তার ছেলে মামুনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ওষুধগুলো সরকারি হলেও সেগুলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য বরাদ্দকৃত কি না- তা তাৎ্ক্ষণিকভাবে নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম বলেন, ওষুধগুলোর প্যাকেটের গায়ে লাল-সবুজের সরকারি রঙ রয়েছে এবং ওষুধগুলোর কোনোটি ২০১৮,  কোনোটি ২০১৯ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে। এ পর্যন্ত ১৩ ধরনের ওষুধ চিহ্নিত করা হয়েছে। তবে এগুলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য বরাদ্দকৃত কি না তা তদন্ত করে দেখার কথা জানিয়েছেন তারা। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, পুকুরে ফেলা ছাড়াও কিছু ওষুধ পুড়িয়ে ফেলা হয়েছে। সন্দেহভাজন আটক সেফালী বেগমের বাসা এবং হাঁসের খোপের নিচ থেকেও কিছু সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে।

   

রাইজিংবিডি/বরিশাল/১২ মে ২০১৭/জে. খান স্বপন/বকুল