সারা বাংলা

খুলনার ১৫ পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা : পবিত্র রমজান উপলক্ষে খুলনার ১৫ পয়েন্টে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার থেকে খোলা ট্রাকে করে ভোজ্যতেল, চিনি, মশুর ডাল ও ছোলা বিক্রি করা হচ্ছে। ট্রাকে টিসিবির পণ্য বিক্রির নির্ধারিত স্থানগুলো হচ্ছে- খুলনা জেলা প্রশাসকের কার্যালয় ও বাংলাদেশ ব্যাংক মোড়, নতুন বাজার ও রূপসা ট্রাফিক মোড়, শান্তিধাম মোড় ও সাউথ সেন্ট্রাল রোড, ময়লাপোতা, নিরালা ও গল্লামারী মোড়, নিউ মার্কেট, বয়রা ও বৈকালীর মোড়, খালিশপুর বিআইডিসি রোডের শিল্পাঞ্চল ও চিত্রালী বাজার এবং নতুন রাস্তা ও ফুলবাড়িগেট মোড়। খুলনা টিসিবির আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, প্রত্যেক গ্রাহক ৫ লিটার তেল এবং ৩ কেজি করে অন্যান্য পণ্য কিনতে পারবেন। ১৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে এসব পণ্য। টিসিবি খুলনার আঞ্চলিক কর্মকর্তা মো. রবিউল মোর্শেদ বলেন, দেশি চিনি ৫৫ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা, মশুর ডাল ৮০ টাকা ও ছোলা ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। ৫টি ট্রাকের মাধ্যমে ১৫টি পয়েন্টে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। খোলা ট্রাকের পাশাপাশি টিসিবির নির্ধারিত ৪৮২ জন ডিলারও পণ্য বিক্রি করছেন। রাইজিংবিডি/খুলনা/১৫ মে ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/এসএন