সারা বাংলা

অপহৃত ভারতীয় কিশোর শেরপুর থেকে উদ্ধার

শেরপুর প্রতিনিধি : ভারতের শিলং থেকে অপহৃত এক কিশোরকে বাংলাদেশের শেরপুরের ঝিনাইগাতি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আল আমীন আলম (২৮) নামে অপহরণকারী দলের এক সদস্যকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহমদনগর এলাকা থেকে তাকে উদ্ধারের পাশাপাশি আলমকে আটক করা হয়। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে ভারতের মেঘালয় রাজ্যের শিলং এলাকা থেকে সেখানকার নাগরিক ডেগিড বাসাইএমওয়েট (১৮) নামে এক কিশোরকে অপহরণ করে বাংলাদেশি একটি অপহরণকারী চক্র। এরপর গত কয়েকদিন ধরে অপহৃতকে শেরপুর সীমান্তের বিভিন্ন স্থানে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীরা। সোমবার অপহৃতকে শেরপুর নিয়ে যাওয়ার পথে ঝিনাইগাতির আহমদনগর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী দলের সদস্য হালুয়াঘাট উপজেলার ভালুকাকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আল আমীন আলমকে আটক করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার রফিকুল হাসান গণি অপহরণ বিষয়ে মঙ্গলবার বিস্তারিত সাংবাদিকদের জানাবেন বলে জানিয়েছেন। রাইজিংবিডি/শেরপুর/১৬ মে ২০১৭/মো. শরিফুর রহমান/এসএন