সারা বাংলা

আহত শাবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেট সংবাদদাতা : সিলেটের ফেঞ্চুগঞ্জে রেল লাইনের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (শাবি) শিক্ষার্থী মারা গেছেন। তার নাম মোস্তাইন রাজ্জাক মামুর। সে শাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ বর্ষের অনিয়মিত শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা বলছেন, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি মামুর। সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার কালাকাঠি এলাকায় রেল লাইনের পাশের ডোবা থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  এ সময়  ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর ডাক্তাররা মামুরকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, সে ট্রেন থেকে পড়ে গেছে না কেউ তাকে ফেলে দিয়েছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা। নিহত মামুরের বাবা আব্দুর রাজ্জাক স্থানীয় একটি বেসরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসক ও মা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিভাগের চিকিৎসক। মামুরের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জাওয়াবাজার এলাকায়। মামুর সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় মেডিক্যাল কলোনিতে বাবা-মার সঙ্গে থাকতেন। রাইজিংবিডি/সিলেট/১৭ মে ২০১৭/শাকির হোসাইন/রুহুল