সারা বাংলা

গাজীপুরে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে জঙ্গি, মাদক ও সন্ত্রাস নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। শনিবার বিকেল ৩টা থেকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ফাঁড়ির আওতাধীন এলাকাকে ৪৫ ভাগ করে একযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের সময় পুলিশ এলাকাবাসীর কাছে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে। এর আগে দুপুরে গাজীপুর জেলা পুলিশ লাইনে অভিযানে অংশ নিবে এমন পুলিশ সদস্যদের উদ্দেশে ব্রিফিং করেন গাজীপুর অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান। পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. মুমিনুল ইসলাম (ডিআই-২) জানান,  হোতাপাড়া পুলিশ ফাঁড়ির আওতাধীন গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ও গাজীপুর সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ড এলাকাকে ৪৮ ভাগে ভাগ করে একযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে পাঁচ শতাধিক পুলিশ অংশ নিচ্ছেন। উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল টঙ্গী থানাধীন ১৫টি ওয়ার্ডে একইভাবে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ জিহাদি বই, তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও দুই নারীসহ ১০ জনকে, ২৯ এপ্রিল গাজীপুর জেলা শহরসহ ৯টি ওয়ার্ডে অভিযানে ককটেল, চাপাতি, ইয়াবা ট্যাবলেট ও বিয়ারসহ ২০ জনকে এবং ৬ মে ভোগড়া ফাঁড়ি এলাকায় অভিযানে দুই কেজি গাঁজা, ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ছোড়া ও একটি চাপাতিসহ চার জনকে আটক করা হয়। রাইজিংবিডি/ গাজীপুর /২০ মে ২০১৭/হাসমত আলী/রুহুল