সারা বাংলা

কুষ্টিয়ায় ছাত্রদলের ৬ নেতা-কর্মী কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিস্ফোরক মামলায় জামিন নামঞ্জুর করে ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ এম মেজবাউল হক এই আদেশ দেন। বিস্ফোরক মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফুয়াদ রেজা ফাহিম, শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান, সহ-সভাপতি মিথুন আলী, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম আনিক, জেলা ছাত্রদলের সদস্য জনি ও যুব নেতা মকসেদুল হক কল্লোল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। কুষ্টিয়ার পিপি অনুপ কুমার নন্দী জানান, গত ১১ মার্চ ডিবি পুলিশের এসআই আব্দুল হালিম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। আসামিরা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিন শেষে কুষ্টিয়ার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। রাইজিংবিডি/কুষ্টিয়া/২২ মে ২০১৭/কাঞ্চন কুমার/বকুল