সারা বাংলা

দুই কারখানার অর্ধশত শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জরুন রোড এলাকার দুটি পোশাক কারখানার অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। কারখানা দুটি হল ডেল্টা কম্পোজিট নিটিং লিমিটেড এবং কটন ক্লাব বিডি লিমিটেড। কারখানা দুটি সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোবারক হোসেন জানান, রোববারও কারখানা দুটির অল্প কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিল। আজ আবার কাজে যোগ দেওয়ার পর সকাল ৯টার দিকে একে একে অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে স্থানীয় শরীফ মেডিক্যাল, পপুলার প্রাইভেট ক্লিনিকসহ বিভিন স্থানে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা বলছেন, গরমে তারা অসুস্থ হয়ে পড়েছে। এ অবস্থায় কর্তৃপক্ষ কারখানা দুটি সোমবারের জন্য ছুটি ঘোষণা করে। কোনাবাড়ি শরীফ প্রাইভেট মেডিক্যালের চিকিৎসক শরীফ সাংবাদিকদের জানান, এটি Hysotrical conversion reactions disease। এ রোগে একজন মাথা ঘুরে পড়ে গেলে তার দেখা-দেখি আরেকজন পড়ে যাবে। তাছাড়া প্রচণ্ড গরমে কেউ হিটস্ট্রোক করলে একজনের দেখা-দেখি অপরজনও মনে করবে তারও স্ট্রোক হয়েছে। আবার সেও অজ্ঞান হয়ে ঢলে পড়তে পারে। তিনি বলেন, ডেল্টা কম্পোজিট নিটিং লিমিটেড এবং কটন ক্লাব বিডি লিমিটেড নামে কারখানা দুটির প্রায় ৪০ শ্রমিককে আজ চিকিৎসা দেওয়া হয়েছে। রাইজিংবিডি/ গাজীপুর / ২২ মে ২০১৭/ হাসমত আলী/রুহুল