সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জের ৩ বাড়িতে র‌্যাবের অভিযান সমাপ্ত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : জেলার গোমস্তাপুর উপজেলার চাঁনপুর ও বালুগ্রাম শিমুলতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে তিন বাড়িতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযান সমাপ্ত হয়েছে।

 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান সমাপ্তের এই ঘোষণা দেয় র‌্যাব। এর আগে আজ ভোর থেকে বাড়ি তিনটি ঘেরাও করেছিল র‌্যাব।  

চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম অভিযান সমাপ্তির ঘোষণা দিয়ে জানান, অভিযানে চারটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, একটি কার্তুজ ও তিন কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক এনামুল করিম জানান, মঙ্গলবার দিবাগত রাতে তিন ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকা থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিন কেজি গান পাউডার, একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গি আস্তানা সন্দেহে ওই তিনটি বাড়ি ঘেরাও করা হয়েছিল।

রাইজিংবিডি/চাপাইনবাবগঞ্জ/২৪ মে ২০১৭/তানজিমুল ইসলাম/রুহুল