সারা বাংলা

ফরমালিনযুক্ত ৬০ মণ আম ধ্বংস

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অপরিপক্ক এবং ক্ষতিকর ফরমালিনযুক্ত ৬০-৭০ মণ আম ট্রাক্টর দিয়ে পিষে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলা শহরের সোনাবন্ধু মার্কেটস্থ ফলের দোকান ‘ভাইভাই ফল ভান্ডারে’ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামান। শাহীনুজ্জামান জানান, কুমারখালীর ভাইভাই ফল ভান্ডারে অভিযান চালিয়ে ৬০-৭০ মণ অপরিপক্ক ল্যাংড়া ও হিমসাগর আম উদ্ধার করা হয়। পরে ওই আম পরীক্ষা করে দেখা যায়, ক্ষতিকারক কার্বোহাইড্রেট দিয়ে পাকিয়ে এবং পচনরোধে ফরমালিন দেওয়া হয়েছে। এই জন্য উদ্ধারকৃত সমস্ত আম ট্রাক্টর দিয়ে পিষে ধ্বংস করা হয়েছে। রাইজিংবিডি/কুষ্টিয়া/২৪ মে ২০১৭/কাঞ্চন কুমার/বকুল