সারা বাংলা

চাঁদপুরে ৫ দোকান আগুনে পুড়ে ছাই

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের পুরানবাজার ট্রাংকপট্টিতে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মোল্লা ম্যানশনের তিনটি দোকান, শংকর বস্ত্রালয়, পাটওয়ারী ম্যানসন ও রতন টি হাউজ নামে আরো ছয়টি দোকান। শুক্রবার রাত পৌনে ১১টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে নতুনবাজারের আরো একটি ইউনিট আগুন নিভানোর কাজে যোগ দেয়। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদ পাশে থাকায় সেখান থেকে দ্রুত পানি পাম্পের সংযোগ নেওয়ায় আগুন আশেপাশে ছড়াতে পারেনি। আগুন নিভানোর কাজ করতে গিয়ে পুরানবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুর রশিদসহ বেশ কয়েকজন আহত হন। এ ব্যাপারে পুরানবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শামিমুল ইসলাম জানান, আগুন লাগার কারণ তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। এদিকে খবর পেয়ে ওই রাতেই দঘটনা স্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মো. আফজাল হোসেন, চাঁদপুর চেম্বারের সহসভাপতি তমাল কুমার ঘোষ, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি। রাইজিংবিডি/চাঁদপুর/২৭ মে ২০১৭/জি এম শাহীন/এসএন