সারা বাংলা

বরগুনাসহ উপকূলে দমকা বাতাস

বরগুনা সংবাদদাতা : ঘূর্ণিঝড় মোরার প্রভাবে দুপুরের পর থেকে বরগুনাসহ উপকূলীয় এলাকাসমুহে থেকে থেমে দমকা বাতাস ও হালকা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পায়রা সমুদ্রবন্দরে পাঁচ নম্বর সতর্কতা সংকেত জারি রেখেছে। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধূরী জানান, তাদের পক্ষ থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার সব ধরনের ট্রলার নিরাপদ আশ্রয়ে নিতে বলা হয়েছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ইতোমধ্যে ট্রলারসমুহ আশ্রয় নিতে শুরু করেছে। ঝুঁকিপুর্ণ এলাকার বাসিন্দারা এখনো পর্যন্ত কেউ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেনি। রাইজিংবিডি/বরগুনা/২৯ মে ২০১৭/রুদ্র রুহান/এসএন