সারা বাংলা

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, রংপুর : দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে সড়ক দুর্ঘটনায়  তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার বারপাটিয়া গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের স্ত্রী জয়নব বেগম (৫৫), চিরিরবন্দর উপজেলার গছাহার গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাজেদুর রহমান (৩০) ও ইজিবাইক চালক সালমান আলী (৩৫)। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে , সকালে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার রামপুরা মোড়ে, দিনাজপুর থেকে ঠাকুরগাঁওগামী শিমুল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একটি ইজিবাইককে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়। এই ঘটনায় আহত হয় ১০জন। কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী সরকার জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে।ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় কাহারোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

   

রাইজিংবিডি/রংপুর/ ২৯মে ২০১৭/নজরুল মৃধা/রুহুল