সারা বাংলা

সাতক্ষীরায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তহমিনা খাতুন (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার দেয়াড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের ইমান আলী সরদারের কন্যা। কলারোয়া উপজেলায় দেয়াড়া ইউপি সদস্য তোজাম্মেল হোসেন বলেন, দুই বছর আগে যশোর জেলার ঝিকরগাছা থানার রাজবাড়ি গ্রামের মনিরুল ইসলামের সঙ্গে তহমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তহমিনার ওপর বিভিন্নভাবে নির্যাতন করতেন মনিরুল। যৌতুকের দাবিতে মারধর করতেন। মেয়ের সুখের কথা ভেবে মনিরুলকে তহমিনার বাবা তিন দফায় প্রায় ১ লাখ টাকা যৌতুক দেন। ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে মনিরুল শ্বশুর বাড়িতে এসে বলেন তিনি আর নির্যাতন করবেন না। তিনি তার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে এসেছেন। এই বলে তিনি রাতে সেখানে থেকে যান। ভোরে তিনি ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যান। ভোরে মনিরুল তার শাশুড়ির কাছে ফোন করে বলেন আপনার মেয়ের কী হয়েছে দেখেন। তখন লোকজন ঘরে গিয়ে তহমিনার লাশ দেখতে পান। তার মুখ দিয়ে রক্ত বের হওয়া এবং গলায় ওড়না পেঁচানো ছিল। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক মনিরুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাইজিংবিডি/সাতক্ষীরা/১ জুন ২০১৭/এম.শাহীন গোলদার/এসএন