সারা বাংলা

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বামী মেহেদী হাসান রুবেল গৃহবধূ মাহমুদা মেহের তিথিকে (২০) পিটিয়ে হত্যা করেছেন বলে দাবি করেছেন তিথির স্বজনরা। তিথির বাবা কামাল উদ্দিন মাস্টার বলেন, বৃহস্পতিবার রাতে রুবেল তার স্ত্রী মাহমুদা মেহের তিথিকে মারধর করেন। এক পর্যায়ে গভীররাতে মুমূর্ষু অবস্থায় তিথিকে লালমোহন হাসপাতালে নেয় তার শ্বশুর বাড়ির লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিথিকে মৃত ঘোষণা করলে শ্বশুর বাড়ির লোকজন লাশ রেখে পালিয়ে যান। তিনি অভিযোগ করেন, যৌতুকের দাবিতে রুবেল মারধর করতেন তিথিকে। এর আগেও কয়েকবার এই নিয়ে স্থানীয়ভাবে শালিস করা হয়। লালমোহন থানার পুলিশ জানান, লালমোহন হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় তিথির স্বামীসহ শ্বশুর বাড়ির সাত/আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিন বছর আগে লালমোহন উপজেলার করিমগঞ্জ এলাকার কামাল উদ্দিন মাস্টারের মেয়ে তিথির সঙ্গে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলী আজগর বেপারীর ছেলে মেহেদী হাসান রুবেলের বিয়ে হয়। তিথি লালমোহন সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তাদের সন্তান নেই। রাইজিংবিডি/ভোলা/২ মে ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল