সারা বাংলা

পেকুয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে পেকুয়া উপজেলার ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মো. মোক্তার আহমদ (৩৮), মোহাম্মদ আব্দুল্লাহ (২৪), আসাফ উদ্দিন (৩০), মোহাম্মদ করিম (১৫), আবু হানিফ (৩২), জসিম উদ্দিন (৫০), আব্দুর রহমান ওরফে ভেট্টো (৬০), ওয়াহেদ উদ্দিন (৩৫), নাজিম উদ্দিন ( ৪৩) ও শিহাব উদ্দিন (৪০)। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) মো. মঞ্জুর কাদের মজুমদার স্থানীয়দের বরাত দিয়ে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরীর সমর্থক এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি আনোয়ারুল আজিমের সমর্থকদের মধ্যে শনিবার রাতে ফুলতলা স্টেশনে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।  মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি আনোয়ারুল আজিম বলেন, ‘মগনামা ইউনিয়নের মাঝেরপাড়া শাহ রশিদিয়া সিনিয়র মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি পদে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ ও আওয়ামী লীগের নেতারা আমার নাম সুপারিশ করেন। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী আমার বিরোধিতা শুরু করে। এ নিয়ে আমার সঙ্গে শরাফত উল্লাহর বিরোধ চলছিল। শনিবার রাতে শরাফত উল্লাহর সমর্থকরা ফুলতলা স্টেশনে এসে আমার লোকজনের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ১০ জন গুলিবিদ্ধ হন।’ এদিকে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আনোয়ারুল আজিমের সমর্থকদের সঙ্গে বেড়িবাঁধের স্লুইচ গেট খোলা ও বন্ধ রাখা নিয়ে স্থানীয় লোকজনের বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে শনিবার রাতে তর্কাতর্কি চলে। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।’ রাইজিংবিডি/কক্সবাজার/৪ জুন ২০১৭/সুজাউদ্দিন রুবেল/উজ্জল