সারা বাংলা

বান্দরবানে অর্ধদিবস ও রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

বান্দরবান প্রতিনিধি : রাঙামাটির লংগদুতে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে বান্দরবানে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। এছাড়া রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে রোববার সকাল থেকে জেলা শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে শহরের অভ্যন্তরে ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। নৌ যোগাযোগ স্বাভাবিক রয়েছে। সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে দূর পাল্লার বাস চলাচল না করায় পর্যটকসহ যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করলেও পরে বান্দরবানে অর্ধ দিবস, রাঙামাটিতে পূর্ণ দিবস ও খাগড়াছড়িতে হরতাল প্রত্যাহার করা হয়। প্রসঙ্গত, ১ জুন খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৪ মাইল এলাকা থেকে লংগদু উপজেলার যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের জন্য পাহাড়ি সন্ত্রাসীদের দায়ী করে লংগদু উপজেলার কয়েকটি গ্রামে অগ্নিসংযোগ, লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। এদিকে গত শুক্রবার রাতে হত্যা মামলার দুই আসামি রনেল চাকমা ও জুনেল চাকমাকে খাগড়াছড়ির দিঘীনালা থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যার দায় স্বীকার করেছেন। রাইজিংবিডি/বান্দরবান/১১ জুন ২০১৭/ এস বাসু দাশ/উজ্জল