সারা বাংলা

হাতিয়ায় নৌকাডুবি : ২ জেলের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে পাঁচ জেলে। উদ্ধারকৃত দুই জেলে মো. এনায়েত উল্যা (৩০) ও আবু তাহের (৩৫)। নিখোঁজ জেলেরা হলো হারুন, রুবেল, সুফিয়ান, জহির ও আলমগীর। সোমবার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে মেঘনার দমারচর ও বুড়িরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত এনায়েত জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের আনাজল হকের ছেলে ও আবু তাহের বুড়িরচর ইউনিয়নের মজিবর হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মাছ ধরার জন্য একটি ট্রলার নিয়ে নিয়ে ১৫/১৬ জন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। রাতে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন জেলে সাঁতার কেটে  তীরে ফিরতে পারলেও এনায়েত, আবু তাহের, হারুন, রুবেল, সুফিয়ান, জহির ও আলমগীর নিখোঁজ হয়। পরে আজ দুপুর ১টার দিকে দমারচর এলাকা থেকে এনায়েত ও দেড়টার দিকে বুড়িরচর এলাকার মেঘনা নদী থেকে আবু তাহেরের লাশ উদ্ধার করে জেলেরা। এদিকে বৈরি আবহাওয়ার কারণে সারাদেশের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অতিরিক্ত জোয়ারের কারণে উপজেলার কিছু কিছু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল মজিদ  নিখোঁজ জেলেদের মধ্যে দুই জনের লাশ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, জোয়ারের পানি ঢুকে যাওয়ায় কিছু  নিচু এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাইজিংবিডি/নোয়াখালী/১২ জুন ২০১৭/মাওলা সুজন/রুহুল