সারা বাংলা

খাগড়াছড়িতে পাহাড় ধসে আরো এক শিশুর মৃত্যু

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় পাহাড় ধসে নিপুন চাকমা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে উপজেলার জোতিন্দ্র কারবাড়ি পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিপুন চাকমা কারবাড়ি পাড়ার দেবব্রত চাকমার মেয়ে। লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জোতি চামকা  জানান, কারবাড়ি পাড়ার দেবব্রত চাকমার ঘরে ওপর রোববার সকাল ৮টার দিকে পাহাড় ধসে পড়ে। এ সময় মাটির নিচে চাপা পড়ে নিপুন চাকমা ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা মাটির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।  এর আগে রোববার ভোরে খাগড়াছড়ির রামগড় উপজেলার গুদ্দংছড়া এলাকা পাহাড় ধসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো- ওই এলাকার মো. মোস্তফার ছেলে মো. নূর নবী (১৪) ও মো. হোসেন (১০)।  খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরিয়ে আনতে জেলা সদর, মহালছড়ি, মানিকছড়ি ও রামগড়ে ৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ বসতবাড়ি শনাক্ত করে তাদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৮০টির মতো পরিবার আশ্রয় কেন্দ্রে রয়েছে। তাদের খাবার, বিশুদ্ধ খাবার পানি ও নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়ন করা হয়েছে। রাইজিংবিডি/খাগড়াছড়ি/১৮ জুন ২০১৭/ নুরুচ্ছাফা মানিক/উজ্জল