সারা বাংলা

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। বজ্রপাতে একটি গরুও মারা গেছে। নিহরা হলেন-কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের রাজাইল গ্রামের খুর্শেদ আলীর ছেলে কামরুজ্জামান (২৬) ও মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের মৃত মধু মিয়ার ছেলে সাইদুল হক (৪৫)। এলাকাবাসী সূত্রে জানা গেছে,  কামরুজ্জামান দুপুরে বাড়ির পেছনের হাওরে মাছ ধরতে যাচ্ছিলেন। পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর সাইদুল বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে গিয়েছিল। গরুটি নিয়ে বাড়িতে আসার পথে বজ্রপাতে মারাত্মকভাবে আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একই সময় গরুটিও বজ্রপাতে মারা যায়। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বজ্রপাতে দুইজন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

   

রাইজিংবিডি/নেত্রকোনা/১৮ জুন ২০১৭/ইকবাল হাসান/রুহুল