সারা বাংলা

বরিশালে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের উত্তর রাজারচর গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুরা হলো- ওই গ্রামের আব্দুর বাতেন মিয়ার বড় মেয়ে হাফিজা (৭), ছোট মেয়ে হাফছা (৫) এবং মোজাম্মেল হোসেনের মেয়ে উর্মি (৭)। বিকেলে বিষয়টি নিশ্চিত করে চরমোনাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছিদ্দিকুর রহমান জানান, ওই তিন শিশু খেলা করছিল। খেলা করতে করতে বেলা আড়াইটার দিকে সকলের অগোচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পর ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আল মামুন তাদের মৃত ঘোষণা করেন। রাইজিংবিডি/বরিশাল/২০ জুন ২০১৭/জে.খান স্বপন/বকুল