সারা বাংলা

ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন বরগুনার ফুলতলা গ্রামের হেলাল হাওলাদারের ছেলে বেল্লাল (২২) ও একই জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ি গ্রামে আব্দুল জব্বার চৌকিদারের ছেলে রাসেল চৌকিদার (২০)। বুধবার দুপুরে এদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে দক্ষিণ কৈখালী গ্রামের কবির হোসেন বাদী হয়ে ডাকাতির চেষ্টার অভিযোগ এনে কাঁঠালিয়া থানায় মামলা করেন। রাত ১২টা দিকে উপজেলার দক্ষিণ কৈখালী এলাকার বীনাপানি-কচুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, কাঁঠালিয়ার বীনাপানি-কচুয়া এলাকায় বালুর মাঠে সাত-আটজনের একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় পাহাদাররা পুলিশকে জানান। পুলিশ ও তিন গ্রামের মানুষ ওই এলাকা ঘিরে ফেলেন। পরে বেল্লাল ও রাসেল চৌকিদারকে আটক করা হয়। অন্য পালিয়ে যান। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন কাঁঠালিয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম। রাইজিংবিডি/ঝালকাঠি/২১ জুন ২০১৭/অলোক সাহা/বকুল