সারা বাংলা

৫ ঘণ্টায় বরিশাল যাবে ‘দেশান্তর’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ঈদ উপলক্ষে ঢাকা-বরিশাল নদীপথে দিবা-রাত্রি সেবা দিতে যুক্ত হচ্ছে দ্রুতগতির লঞ্চ এম ভি দেশান্তর। সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টায় যাত্রী পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে লঞ্চটি আগামী শুক্রবার ঢাকা থেকে যাত্রী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। বুধবার বিকেল ৫টায় বরিশাল নগরীর কর্মবীর আবদুল খালেক খান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তাহসিন শিপিং লাইন্স কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬৭৫ জন যাত্রী ধারণ ক্ষমতার নৌযানটি দিনে ঢাকা থেকে এবং রাতে বরিশাল থেকে যাত্রী পরিবহণ করবে। ১৮০ ফুট দৈর্ঘ্য এবং ৩১ ফুট প্রস্থের দ্রুতগতির লঞ্চটি সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টায় ঢাকা-বরিশালে যাত্রী পৌঁছে দেবে। লঞ্চটিতে শীতাতপ নিয়ন্ত্রিতসহ ৫৭৫টি চেয়ার রয়েছে। সিঙ্গেল ও ডাবল দুই ধরনের কেবিন ছাড়াও ভিআইপি কেবিন আছে। ১০০ জন তৃতীয় শ্রেণির (ডেক) যাত্রীর ব্যবস্থা আছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা নৌবন্দর থেকে যাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে বরিশালের উদ্দেশে যাত্রা করবে লঞ্চটি। একই দিন রাত ১০টায় বরিশাল নৌবন্দর থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাবে। সংবাদ সম্মেলনে পরিচালনা পরিষদের সদস্য কে এম শরিফুল কামাল বলেন, অন্যান্য লঞ্চ এবং দিবা সার্ভিসের ভাড়ার তুলনায় এম ভি দেশান্তরে ভাড়া কম নেওয়া হবে। প্রথম শ্রেণির এসি চেয়ার ৬০০ এবং ৭০০ টাকা, দ্বিতীয় শ্রেণির নন এসি চেয়ার ৪০০ টাকা। সিঙ্গেল নন এসি কেবিন বারান্দা ও বাথরুমসহ ১২৫০ টাকা। সিঙ্গেল নন এসি কেবিন ১০০০ টাকা, ডিলাক্স এসি ৪০০০ টাকা, ডাবল এসি ২৮০০ টাকা, সেমিডাবল এসি রুম ২৪০০ টাকা। কেবিন এবং চেয়ারের জন্য বুকিং দিতে ঢাকায় ০১৯২৪২৫৮৫৫৫, ০১৮৬৩৩০৩৮৫৯ এবং বরিশালে ০১৭১৫৭৩৩৬৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানান তিনি।

       

রাইজিংবিডি/বরিশাল/২১ জুন ২০১৭/জে. খান স্বপন/বকুল